
		হিলি সংবাদদাতা: দিনাজপুরের হাকিমপুর উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই দলের মধ্যে সংর্ঘষ ঘটেছে।
এতে দুই পক্ষের প্রায় ১০ জন আহত হয় ।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকালে উপজেলার আলিহাট ইউনিয়নের বাওনা অস্থায়ী মাঠে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিলের সাথে ফুটবল টুর্নামেন্টের আয়োজক কমিটির সদস্যদের মধ্যে এই সংঘর্ষ ঘটে।
জানা যায়, বিজয় দিবস উপলক্ষে বাওনা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে অস্থায়ী মাঠে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। এরমধ্যে টিকিট করে প্রমীলা প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে আয়োজক কমিটি। উক্ত খেলা বন্ধের দাবিতে তৌহীদি জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল করে। এসময় দুই পক্ষের মুখোমুখি সংঘর্ষ হয়।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় জানান, প্রমীলা ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে এখানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। কিছু লোকজন অতর্কিত হামলা চালায় ফলে সেখানে ৪-৫ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। যারা এই খেলার সাথে জড়িত পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।
সেই সাথে এই মাঠের ফুটবল টুর্নামেন্ট বন্ধসহ হাকিমপুর উপজেলায় কোন মাঠে প্রমীলা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে না বলে জানান তিনি।
মন্তব্য করুন