
		নীলফামারী সংবাদদাতা: নির্বাচন নিয়ে জামায়াত-বিএনপির কোন বিভক্তি নেই, যৌক্তিক সময়ের মধ্যে সবাই নির্বাচন চায় বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় নীলফামারী জেলা বিএনপি আয়োজিত সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, দেশের মানুষের ভোটাধিকার দ্রুত সময়ের মধ্যে ফেরত দিয়ে নির্বাচনের আয়োজন করবে বর্তমান সরকার- এই প্রত্যাশা করে বিএনপি।
সেই সাথে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে হবে বলেও আহবান জানান বিএনপির এই নেতা।
মন্তব্য করুন