
		অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বাংলাদেশ দূতাবাসের নবনিযুক্ত দুই প্রেস মিনিস্টারকে শুভেচ্ছা জানানো হয়েছে।
নবনিযুক্ত দুই প্রেস মিনিস্টার গোলাম মোর্তজা ও আকবর হোসেনকে সংবর্ধনা দিয়েছে সরকারি ও বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এবং রেডিওগুলোর সংবাদ ও অনুষ্ঠান উপস্থাপকদের প্ল্যাটফর্ম- অল ব্রডকাস্টার্স কমিউনিটি (এবিসি)।
আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) এবিসি কার্যালয়ে নবনিযুক্ত প্রেস মিনিস্টারদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সংবর্ধনা দেয়া হয়।
নবনিযুক্ত প্রেস মিনিস্টারদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন অল ব্রডকাস্টার্স কমিউনিটি (এবিসি) এর সভাপতি চৌধুরী দৌলত মোহাম্মদ জাফরী ও মহাসচিব দেবাশীষ রঞ্জন সরকার।
ওয়াশিংটনের নবনিযুক্ত প্রেস মিনিস্টার গোলাম মোর্তজা তার বক্তব্যে বলেন, পতিত স্বৈরাচারের সময়ে সাংবাদিকরা যে পরিমাণ দুর্নীতি ও অপকর্মের সাথে জড়িয়েছেন তা বিগত ৫৩ বছরের সব রেকর্ড ভেঙে ফেলেছে।
লন্ডনের নবনিযুক্ত প্রেস মিনিস্টার আকবর হোসেন বলেন, সামাজিকভাবে সাংবাদিকদের এই বদনাম ঘোচাতে স্বপ্রণোদিত হয়ে সম্পদের বিবরণী জনসম্মুখে প্রকাশ করা উচিত।
তিনি আরও বলেন, টেলিভিশন সাংবাদকর্মীদের ওয়েজবোর্ডের আওতায় আনার জন্য গণমাধ্যম সংস্কার কমিশনকে আরো জোরালো ভূমিকা রাখতে হবে। আগামী দিনে গণমানুষের কথা না বললে সংবাদ মাধ্যমগুলোর জন্য টিকে থাকা চ্যালেঞ্জ হয়ে যাবে বলেও জানান তিনি।
সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন অল ব্রডকাস্টার কমিউনিটির সদস্যরা।
মন্তব্য করুন