মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

৩১ দফা বাস্তবায়নই আসল প্রতিশোধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৫, ০১:৫৪ পিএম

নিজস্ব সংবাদদাতা: দেশ ও মানুষের কল্যাণে ৩১ দফা বাস্তবায়ন করে সকল অগণতান্ত্রিক ও অশুভ শক্তির বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার কথা জানিয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার লন্ডন থেকে ভার্চুয়ালি প্রশিক্ষণ কর্মশালায় যুক্ত হয়ে তিনি বলেন, সামনের পথ মসৃণ নয়, বিভিন্ন মহল ষড়যন্ত্র করছে। যেকোনো মূল্যে মানুষের আস্থা ধরে রাখতে নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি।

রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১দফা কর্মসূচিতে জনসম্পৃক্ততা তৈরিতে বুধবার যশোর, ঝিনাইদহ ও নড়াইল জেলার নেতাদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা করে বিএনপি। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাদের নানা প্রশ্নের জবাব দেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

দিনভর কর্মশালা শেষে বিকেলে সমাপনী বক্তব্যে তারেক রহমান বলেন, দেশ ও মানুষের কল্যাণে রাষ্ট্র গঠনে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেন তারা। জনগণ বিশ্বাস করে সামনের দিনে ভালো কিছু হলে তা বিএনপি’র নেতৃত্বে হবে।

তারেক রহমান বলেন, অর্থনৈতিক ও ভোটের আস্থা একদিনে নয়, ধীরে ধীরে গড়ে উঠবে। আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় ৩১ দফা কর্মসূচি সর্বতভাবে ছড়িয়ে দিতে নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি।

নতুন বাংলাদেশে পরিবর্তন ঘটাতে নিজেদের ভেতর থেকে প্রস্তুতি নেয়ার আহ্বান জানান বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান