মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

ভারতের সাথে অসম চুক্তি নিয়ে আলোচনা হবে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৫, ০২:০৬ পিএম

নিজস্ব সংবাদদাতা: বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠকে পতিত সরকারের ভারতের সঙ্গে ২০১০ সালের করা অসম চুক্তি নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। সীমান্তে হত্যাসহ সকল অনিয়ম বন্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে বাংলাদেশ, জানিয়েছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মো. আশরাফুজ্জামান সিদ্দিকী।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমানায় নোম্যানসল্যান্ড থেকে বাংলাদেশের ৫০ গজ একটি কাঁচা রাস্তা নির্মাণ করে ভারত। চলতি মাসের প্রথম সপ্তাহে সেই রাস্তায় কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে বিজিবি ও বিএসএফের মধ্যে উত্তেজনা শুরু হয়।

সীমান্তে কর্মরত বিজিবির সাথে সাধারণ মানুষও এই অবৈধ কাঁটাতারের বেড়া নির্মাণ প্রতিহত করতে ঐক্যবদ্ধ হলে তা সাময়িক বন্ধ করে দেয় ভারত।

অমীমাংসিত বিষয় নিয়ে আগামী ১৭ থেকে ২০ ফেব্রয়ারি আবারো নয়াদিল্লিতে বসবো বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের সম্মেলন। এর আলোচ্যসূচী নির্ধারণে বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শুরু হয় আন্ত-মন্ত্রণালয়ের বৈঠক।

দুপুরে ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতের সঙ্গে ২০১০ সালের অসম চুক্তি, সীমান্তে বিএসএফের গুলি করে হত্যাসহ সব অপরাধ কর্মকান্ডে বিষয় গুরুত্ব পাবে আসন্ন সম্মেলনে।

উপদেষ্টা জানান, বৈঠকে ভারতীয় মিডিয়ার মিথ্যা তথ্য প্রকাশের বিষয়টিও সম্মেলনে তুলে ধরা হবে।

বৈঠকে উপস্থিত বিজিবির মহাপরিচালক জানান, সীমান্তে হত্যাসহ সব অনিয়ম বন্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে বাংলাদেশ।

বাংলাদেশের ভেতরে ঢুকে কৃষকদের ধরে নেয়া, গুলি করে হত্যার পাশাপাশি অস্ত্র ও মাদক অনুপ্রবেশ করানোর অভিযোগে দুদেশের পতাকা বৈঠকের আলোচনায় গুরুত্ব পেলেও তার স্থায়ী কোন সমাধান হয়নি কখনোই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান