
		হিলি সংবাদদাতা: হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে ভারত থেকে চাল আমদানি। এতে স্থানীয় বাজারে দাম কিছুটা কমেছে। তবে ব্যবসায়ীরা বলছেন, ক্রেতা সংকটে দাম নিুমুখী। আর আমদানিকারকদের দাবি, ব্যাংকে ডলারের মূল্য কিছুটা স্বাভাবিক হওয়ায় চালের দাম কমতে শুরু করেছে।
শুল্কমুক্তভাবে গত ১১ই নভেম্বর থেকে ভারত থেকে চাল আমদানি শুরু করে হিলি স্থল বন্দরের আমদানিকারকরা। প্রথম দিকে ২০ থেকে ২৫ ট্রাক চাল আমদানি হলেও এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৫০ থেকে ৮০ ট্রাকে। আমদানি বাড়ায় স্থানীয় বাজারে কমতে শুরু করেছে চালের দাম। চালের দাম কমায় খুশি পাইকারি ব্যবসায়ীরা।
আমদানিকারকরা বলছে, ডলারের দাম কিছুটা কমেছে আর ক্রেতা সংকটে বাজারে প্রভাব পড়তে শুরু করেছে।
আমদানি করা চাল দ্রুত বন্দর থেকে ছাড় দিতে সহযোগিতার কথা বলছেন বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষ।
মন্তব্য করুন