
		নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের ডাকে হরতালে সাড়া দিতে নয় বরং জুলাই গণঅভ্যুত্থানে তাদের নৃশংসতার বিচার দেখতে মানুষ অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার নয়াপল্টনে ‘আমরা বিএনপি পরিবারে’র এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, যারা ছাত্র-জনতাকে নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করেছে তাদের এখনও গ্রেফতার করা হচ্ছে না। অন্তর্বর্তী সরকারের ঢিলেঢালা মনোভাবে আওয়ামী লীগ তাদের হারানো ক্ষমতা ফিরে পেতে মরিয়া হয়ে উঠছে বলেও দাবি করেন বিএনপি’র সিনিয়র এই নেতা।
মন্তব্য করুন