
		নিজস্ব প্রতিবেদক: জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের গড়িমসি নিয়ে প্রশ্ন তুলেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
তবে, আদালত প্রসিকিউশনকে বলেছেন, আসামিদের গ্রেপ্তারে যাদের গাফিলতি রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এখন পর্যন্ত ১০৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেও মাত্র ৩৫জনকে গ্রেপ্তার করায় অসন্তোষ প্রকাশ করেন আদালত।
এদিন, গত বছরের ১৯ জুলাই কলেজ শিক্ষার্থী ইমাম হত্যা মামলার দুই আসামি- পুলিশের সাবেক সহকারি কমিশনার তানজিল আহমেদ ও যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার তারিখ ৬ এপ্রিল পর্যন্ত বাড়ায় ট্রাইব্যুনাল।
মন্তব্য করুন