
		নিজস্ব সংবাদদাতা: জনগণ যাতে ভোটের মাধ্যমে নিজেদের পছন্দমতো সরকার বেছে নিতে পারে তেমন নির্বাচন আগামীতে প্রত্যাশা বিএনপি’র।
বৃহস্পতিবার লন্ডন থেকে ভার্চুয়ালি প্রশিক্ষণ কর্মশালায় যুক্ত হয়ে একথা জানান দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, গেলো ১৫ বছরের ক্ষত সারতে সংস্কারের পাশাপাশি দেশে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
৩১দফা কর্মসূচিতে জনসম্পৃক্ততা বাড়াতে বৃহস্পতিবার কুষ্টিয়া, মাগুরা, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার নেতাদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা করে বিএনপি। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সমাপনী বক্তব্যে তারেক রহমান বলেন, বর্তমানে যে সংস্কার নিয়ে আলোচনা সৃষ্টি হয়েছে তা অনেক বছর আগেই জাতির সামনে উপস্থাপন করেছে বিএনপি। ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ বলেও জানান তিনি ।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশের সমস্যা সমাধান করতে চাইলে, সকল ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
দেশের মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুতি নেয়ার আহ্বান জানান তারেক রহমান।
মন্তব্য করুন