
		নিজস্ব প্রতিবেদক: নতুন রাজনৈতিক দল গঠন ও উপদেষ্টার পদ থেকে পদত্যাগের এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার সংস্কারের ভিত্তি করে দিয়ে যাবে, বাকিটা করবে নির্বাচিত সরকার। গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচার হবে বলেও জানান উপদেষ্টা। বলেন, ফ্যাসিবাদের দোসররা ষড়যন্ত্র করলে সরকার কঠোর হবে।
মন্তব্য করুন