মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

শিক্ষার্থীরা চাইলেই দল গঠন করতে পারে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৫, ০২:১৩ এএম

নিজস্ব প্রতিবেদক: ছাত্র-জনতার অভ্যুত্থানে অংশ নেয়া শিক্ষার্থীরা নিজেরাই একটি দল গঠন করতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের ভাষ্যকর গিডিওন র‌্যাচম্যানের উপস্থাপনায় একটি পডকাস্টে একথা বলেন তিনি। এবছরের শেষ বা আগামী বছরের মাঝামাঝি সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টা। ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত আগস্টে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। এরপর অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। এবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করা সেই শিক্ষার্থীরাই দল গঠন পারে বলে আভাস দিয়েছেন প্রধান উপদেষ্টা। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের প্রধান বৈদেশিক বিষয়ক ভাষ্যকার গিডিওন র‌্যাচম্যানের উপস্থাপনায় একটি পডকাস্টে এ কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। পডকাস্টে ছাত্রদের দলগঠনের সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের জন্য তারা জীবন দিয়েছে। তাই আগামীতে দেশের কাজে তাদের সিদ্ধান্ত নেয়া সহজ হবে। তবে রাজনীতি করতে গিয়ে ছাত্ররা বিচ্ছিন্ন হতে পারে বা নোংরা রাজনীতিতে জড়িয়ে পড়তে পারে বলেও আশংকা করছেন প্রধান উপদেষ্টা। আলোচনার একপর্যায়ে অধ্যাপক ইউনূস বলেন, এদেশের তরুণরা প্রতিশ্র“তিবদ্ধ এবং খারাপ কোনোকিছুর সাথে সংস্পর্শ নেই। এসময় বিশ্ববাজারে বাংলাদেশের অবস্থান ও ভবিষ্যৎ সম্ভাবনাও তুলে ধরেন মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ, নেপাল, ভুটান ও ভারতের পূর্বাঞ্চল মিলিয়ে একটি সমন্বিত অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই অঞ্চলের অর্থনীতি একসঙ্গে বেড়ে উঠবে। এসময় আওয়ামী লীগের সমালোচনা করে প্রধান উপদেষ্টা বলেন, দিল্লীতে আশ্রয় নিয়ে শেখ হাসিনা অপতথ্য ছড়াচ্ছে। শেখ পরিবারের সাথে জড়িত সকলে দুর্নীতির মাধ্যমে প্রচুর সম্পদ লুটপাত করেছে। এবং সেগুলো বিদেশে পাচার করেছে। পাচারকৃত সেইসব অর্থ দেশে ফিরিয়ে আনতে আলোচনা চলছে বলেও জানিয়েছেন মুহাম্মদ ইউনূস। প্রয়োজনীয় সংস্কারের পর চলতি বছরের শেষে না হলেও আগামী বছরের মাঝামাঝি সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। এজন্য তিনি জাতীয় ঐক্য ধরে রাখছেন এবং এ থেকে তিনি বিচ্যুত হতে চান না বলে মন্তব্য করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান