মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

আজ শুরু হচ্ছে বইমেলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৫, ০৯:১২ এএম

নিজস্ব প্রতিবেদক : আজ শুরু হচ্ছে বাঙালির প্রাণের অমর একুশে বইমেলা। বাংলা একাডেমিতে মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস। এখন চলছে শেষ মুহূর্তের জোর প্রস্তুতি।

এদিকে মেলা উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা সাজিয়ে পুলিশ। শুক্রবার মেলা প্রাঙ্গণ পরিদর্শন করে ডিএমপি কমিশনার বলেন, মেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সিসিটিভির সার্বক্ষণিক নজরদারি থাকবে।

কর্মচঞ্চল অমর একুশে বইমেলা প্রাঙ্গণ। বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানজুড়ে স্টল ও প্যাভিলিয়ন সাজাতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ‘জুলাই গণ অভ্যুত্থান; নতুন বাংলাদেশ বিনির্মাণ’ এই মূল প্রতিপাদ্য নিয়ে চলবে এইবারের বইমেলা।

শনিবার বেলা তিনটায় বাংলা একাডেমিতে বইমেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এবার মেলায় ৭০৩টি প্রতিষ্ঠানকে ১০৭৯টি স্টল বরাদ্দ দেয়া হয়েছে। থাকছে ৩৭টি প্যাভিলিয়ন। অধিকাংশ স্টল ও প্যাভিলিয়নের কাজ শেষ হয়েছে। চলছে বই সাজানোর কাজ। কোথাও চলছে সাজসজ্জা।

শুক্রবার অমর একুশে গ্রন্থ মেলা প্রাঙ্গণ পরিদর্শন করেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাত আলী। সাংবাদিকদের তিনি বলেন, বইমেলায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকবে। সাইবার মনিটরিং এর ব্যবস্থা রাখা হচ্ছে। মেলা চলাকালীন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় চলবে না কোন ভারী যানবাহন।

এছাড়া হরতালসহ যেকোনো নাশকতা মোকাবেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানান তিনি। বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগসহ কেউ যদি নাশকতার চেষ্টা করে কঠোরভাবে তা দমন করা হবে।

পহেলা ফেব্র“য়ারি থেকে ২৮শে ফেব্র“য়ারি পর্যন্ত ছুটির দিন ছাড়া প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে বাইমেলা। আর প্রতি শুক্র ও শনিবার মেলায় সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত থাকবে শিশুপ্রহর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান