
		কক্সবাজার সংবাদদাতা : কক্সবাজারের প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণের সময় শেষ হচ্ছে আজ মধ্যরাতে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী পহেলা ফেব্র“য়ারি থেকে নীল জলরাশির এই দ্বীপে ভ্রমণ নিষিদ্ধ। এ দিকে দ্বীপের বাসিন্দা ও পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা আরও এক মাস এই নিষেধাজ্ঞা তুলে নেয়ার দাবি জানালেও এ পর্যন্ত সিদ্ধান্তের কোনো পরিবর্তন হয়নি। এ নিয়ে কক্সবাজার নাগরিক ফোরামের সভাপতি আ. ন. ম. হেলাল উদ্দিন উচ্চ আদালতে একটি রিট আবেদন করেন। গত ২৮ জানুয়ারি দিন ধার্য থাকলে ওই রুটের শুনানী অনুষ্টিত হয়নি। তবে আদালত পরবর্তীতে শুনানীর জন্য আগামী ৪ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন।মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী এই নিষেধাজ্ঞা আগামী ৩০ অক্টোবর পর্যন্ত বহাল থাকবে। সাধারণত প্রতিবছর পহেলা এপ্রিল থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সেন্টমার্টিনে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা থাকে। তবে এ বছর এই নিষেধাজ্ঞা আরও তিন মাস বর্ধিত করলো অন্তর্বর্তী সরকার।
মন্তব্য করুন