
		নিজস্ব প্রতিবেদক : জনগণ অবাধ সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় আছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধ হতে হবে। শনিবার নয়াপল্টনে মওলানা ভাসানী মিলনায়তনে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
রিজভী বলেন, দেশি বিদেশি ষড়যন্ত্র এখনো চলছে। অন্তর্বর্তী সরকারকে সতর্কতার সাথে দেশ পরিচালনা করতে হবে। ছাত্রদের আসল জায়গা হচ্ছে ক্যাম্পাস। সেটা ছেড়ে তারা যদি প্রতিটি মন্ত্রণালয়ে কমিটি করে কাজ করে তাহলে দেশে এলামেলো পরিস্থিতি তৈরি হবে। পাঁচ আগষ্টের চেতনাকে সমন্বিত রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান বিএনপির এই নেতা।
মন্তব্য করুন