
		নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, হাজারো প্রাণের বিনিময়ে তরুণরা দেশের জন্য অভূতপূর্ব কিছু করেছে, যা নতুন বাংলাদেশ গড়ার পথ তৈরি করেছে।
তিনি বলেন, তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে সম্মিলিতভাবে সবাইকে নিয়ে সরকার কাজ করে যাচ্ছেন।
শনিবার রাজধানীর একটি হোটেলে নবম সামাজিক ব্যবসা যুব সম্মেলনে অংশ নিয়ে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
এসময় তিনি বলেন, ব্যবসা শুধু মুনাফা অর্জনের জন্য নয়। তরুণদের ব্যবসায়িক চিন্তায় সামাজিক ব্যবসার ধারণা রাখার আহবান জানান তিনি।
বাংলাদেশ ছাড়াও ২১টি দেশের তরুণরা এতে অংশ নিয়েছে।
মন্তব্য করুন