
		নিজস্ব প্রতিবেদক : শুধু ফ্যাসিস্টের পরিবর্তন নয়, গণতন্ত্র প্রতিষ্ঠায় কাঠামোগত পরিবর্তনে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান ড. আলী রিয়াজ।
একই সঙ্গে একদলীয় শাসন ব্যবস্থা, প্রসাশনিক স্বাধীনতা খর্ব করা বন্ধে সংবিধান সংস্কারসহ অন্যন্যা কমিশনের সংস্কার প্রস্তাব বাস্তবায়ন জরুরী বলে মন্তব্য করেন তিনি। রাজধানীতে অনুষ্ঠিত ‘গণঅভ্যুত্থান পরবর্তী কেমন বাংলাদেশ চাই’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব বলেন।
ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে গত বছরের ৮ আগস্ট ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকার সব মিলিয়ে সরকার ১১টি সংস্কার কমিশন গঠন করেছে।
এর মধ্যে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি দমন কমিশন ও পুলিশ সংস্কার কমিশন তাদের প্রতিবেদন দাখিল করেছে।
শনিবার এক সেমিনারে অংশ নিয়ে সংবিধানে সংস্কার কমিটির প্রধান হতাশা প্রকাশ করে বলেন, ১৯৭২ সালে সংবিধান প্রণয়নের মাধ্যমেই দেশে একদলীয় শাসন ক্ষমতা সাংবিধানিকভাবে প্রচলন করা হয়েছে। কিভাবে এক কেন্দ্রিক শাসন ব্যবস্থা বিভিন্নভাবে বাস্তবায়ন করা হয়েছে তার বর্ণনা দেন তিনি।
এসময় তিনি বলেন, সংবিধানে প্রধানমন্ত্রীর ক্ষমতা এককেন্দ্রিক, করা হয়েছে, বিচার বিভাগসহ প্রতিষ্ঠানের স্বাধীনতা খর্ব করা হয়েছে।
বক্তারা বলেন, নির্বাচন নিয়ে গত সরকার লাইসেন্স টু রুল হিসেবে নিয়েছে, ম্যান্ডেট মনে করে নি। আর এটি করতে গিয়ে সংবিধান পুনর্লিখন করেছে দুইবার।
আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট নয়, পুরো কাঠামোকে জনগণের স্বার্থে পরিবর্তন করতে হবে বলে অভিমত বক্তাদের।
তবে সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়ন নিয়ে আশংকা প্রকাশ করেছেন সমাজের বিভিন্ন শ্রেনির বিশিস্টজনেরা। স্বাধীনতা পেয়ে রক্ষা করাই চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন বক্তারা।
মন্তব্য করুন