
		নিজস্ব সংবাদদাতা: তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রুপান্তরসহ সাত দফা দাবিতে গুলশান-১ থেকে মহাখালী রেলগেইট পর্যন্ত অবরোধ করেছে শিক্ষার্থীরা। পূর্ব ঘোষিত বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচির অংশ হিসেবে এই অবরোধ করে। এতে প্রায় তিন ঘন্টা এই এলাকায় যান চলাচল বন্ধ ছিলো। আন্দোলনরত শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি প্রত্যাখ্যান করে অবরোধের ঘোষণা দিয়েছে।
সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করা সহ ৭ দফা দাবিতে আন্দোলন করছে কলেজের সাধারণ শিক্ষার্থীরা। শনিবার বিকেল ৪টা পর্যন্ত সরকারকে আলটিমেটাম দিয়েছিলো শিক্ষার্থীরা। এই সময়ের মধ্যে দাবি না মানায় শিক্ষার্থীরা গুলশান-১ থেকে মহাখালী রেল গেইট পর্যন্ত মিছিল করে। এসব এলাকার বিভিন্ন পয়েন্টে তারা অবস্থান করে অবরোধ করে। এসময় কয়েক ঘন্টা যান চলাচল বন্ধ ছিলো।
আন্দোলন বিতর্কিত না করতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা যাতে অংশ নিতে না পারে তা নিয়ে সবাইকে সতর্ক থাকতে বলেন আন্দোলনকারীরা।
তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরে সময় বেধে দিয়ে আন্দোলন করার যৌক্তিকতা নেই বলে বিবৃতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের। সন্ধ্যায় আন্দোলনরত শিক্ষার্থীরা সংবাদ সম্মেলনে শিক্ষা মন্ত্রণালয়ের দেয়া বিবৃতি প্রত্যাখ্যান করেন। তারা বলেন দাবি না মানলে কঠোর কর্মসূচি দেয়া হবে।
শনিবার চতুর্থ দিনের মতো আমরণ অনশন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। অনশনে অসুস্থ হওয়ায় কয়েকজন শিক্ষার্থীকে হাসাপাতালে ভর্তি করা হয়েছে। যারা অনশনে আছেন তাদের শারীরিক অবস্থাও খারাপ হচ্ছে।
সরকারকে শির্ক্ষার্থীদের দাবি গুরুত্বের সাথে বিবেচনা করার আহবান জানান তারা।
মন্তব্য করুন