
		অনলাইন ডেস্ক : ঘন কুয়াশায় সকাল থেকেই রাজধানী ঢাকার আকাশ মোড়ানো রয়েছে। কুয়াশার ঘনত্ব বেশি হওয়ায় একটু দূরের জিনিস দেখতে বেগ পেতে হচ্ছে। কুয়াশার কারণে একটু বেশি শীত অনুভূত হচ্ছে।
রোববার (২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মিরপুর, জোয়ার সাহারা, বারিধারা, আফতাবনগর এলাকা কুয়াশায় মোড়ানো দেখা যায়।
মিরপুর, জোয়ার সাহারা, বারিধারা, আফতাবনগরসহ বিভিন্ন এলাকায় ঘন কুয়াশার প্রভাব স্পষ্টভাবে লক্ষ্য করা গেছে। কুয়াশার ঘনত্ব বেশি হওয়ায় সকালে পথ চলতে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যায়। দৃষ্টিসীমা কমে আসায় সড়কপথে গতি ছিল কিছুটা ধীর।
শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দেশের আকাশ আংশিক মেঘলাসহ প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে বিঘিœত হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। এসময় যাত্রীদের নিরাপদ ভ্রমণের জন্য প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেয়া হয়েছে।
মন্তব্য করুন