
		নিজস্ব প্রতিবেদক : দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। রোববার সকালে ২৬ মিনিটের মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশের মাওলানা জুবায়ের। ইজতেমার মূল ময়দানে ছাড়াও আশপাশের কয়েক কিলোমিটার এলাকার সড়ক, বাসা বাড়ির ছাদ আর ফাঁকা জায়গায় অবস্থান নিয়ে লাখো মানুষ মোনাজাতে অংশ নেয়। মোনাজাত শেষে বাড়ির পথ ধরেন মুসল্লিরা।
বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে রোববার সকাল থেকেই টঙ্গি ও এর চারপাশের কয়েক কিলোমিটার এলাকা পরিণত হয় জনসমুদ্রে। মূল প্যান্ডেল ছাড়িয়ে সড়ক, ভবনের ছাদ ও আশপাশে বসে মোনাজাতে অংশ নেন মুসল্লিরা। ইজতেমা প্রাঙ্গনের মুসল্লিদের পাশাপাশি রাজধানীসহ দূর দূরান্তের মানুষেরা মোনাজাতে অংশ নিতে টঙ্গী আসেন।
সকাল ৯ টা ১০ মিনিটে শুরু হয় আখেরি মোনাজাত। পরিচালনা করেন বাংলাদেশের মাওলানা জুবায়ের।
লাখো মানুষের কন্ঠে আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয় ইজতেমা ময়দান। এসময় পাপ মুক্তি ও গুনাহ মাফের আশায় কান্নায় ভেঙ্গে পড়েন মুসল্লিরা। বিশ্ব ও মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া চান তারা।
মোনাজাত শেষে নিজেদের গন্তব্যে পথ ধরেন মুসল্লিরা। তিন দিনের শিক্ষা নিয়ে আমল করার পাশাপাশি ইসলামের দাওয়াত পৌঁছে দেয়ার অঙ্গীকার করেন তারা।
তবে আর কোন বিভেদ নয় এক কাতারে একসাথে ইজতেমা করার দোয়া চান তারা। আলেম সমাজের মধ্যে ঐক্য সৃষ্টির জন্য আল্লাহর দরবারে দোয়া করেন মুসল্লিরা।
কাল থেকে শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। অংশ নেবেন জুবায়ের পন্থীরা। আর ১৪ তারিখ থকে বিশ্ব ইজতেমা তৃতীয় পর্বে অংশ নেবেন সাদপন্থীরা।
মন্তব্য করুন