মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

নেত্রকোণায় আশ্রয়ণ প্রকল্পের ৫০ ঘরের অর্ধেক ফাঁকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:২৪ এএম

নেত্রকোণা সংবাদদাতা: নেত্রকোণার আটপাড়া উপজেলায় সরকারি আশ্রয়ণ প্রকল্পের ৫০টি ঘরের অর্ধেকই ফাঁকা পড়ে আছে। মানুষ না থাকার কারণে এগুলো বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। ভূমিহীন নামে ঘরগুলো বরাদ্দ দেয়ান কথা থাকলেও অনেক সম্পদশালী পেয়েছে বলে অভিযোগ আছে।

নেত্রকোণার আটপাড়া উপজেলার ভরতোষী, ভুরবুরিয়া এবং শুনই গ্রামের ভূমিহীনদের মাঝে আশ্রয়ণ প্রকল্পের অধীনে মোট ৫০টি ঘর বরাদ্দ দেয়া হয়। সরেজমিনে গিয়ে দেখা যায় এসব ঘরের অধিকাংশ এখন ফাঁকা পড়ে রয়েছে।

নিয়ম অনুযায়ী, এসব ঘর ভূমিহীনদের মাঝে বরাদ্দ দেয়ার কথা। তবে অধিকাংশ ঘরই বরাদ্দ পেয়েছে এলাকার সম্পদশালী ব্যক্তিরা। যাদের রয়েছে বসতবাড়িসহ অনেক জায়গা জমি। আর এ কারণেই ঘরের অধিকাংশই ফাঁকা রয়েছে।

বিষয়টি নিয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন নেত্রকোণা আটপাড়া উপজেলার সহকারী ভূমি কমিশনার নিলুফা ইয়াসমিন নিপা।এদিকে প্রকৃত ভূমিহীনদের এসব ঘর বরাদ্দ দেয়ার দাবি জানিয়েছে স্থানীয়রা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান