
		অনলাইন ডেস্ক: স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় দাবিতে মহাখালী রেলক্রসিং অবরোধ করেছে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। এতে রাজধানীর সাথে দেশের বেশিরভাগ এলাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
এদিকে, মহাখালী থেকে জাহাঙ্গীর গেট পর্যন্ত সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ রয়েছে।
সোমবার (৩ ফেব্র“য়ারি) বিকেলে মহাখালী রেললাইন অবরোধ করে শিক্ষার্থীরা। এসময় আটকা পড়ে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস।
অবরোধের ফলে ঢাকা-টঙ্গী-ঢাকা সেকশন ট্রেন চলাচল বন্ধ রয়েছে। শুধুমাত্র পদ্মা সেতুর দিকের লাইনটি ক্লিয়ার আছে। তবে সন্ধ্যা পর্যন্ত এই লাইনে কোনো ট্রেন নেই। রাতে বেনাপোল এক্সপ্রেস পদ্মা সেতু হয়ে যাবে।
তবে ঢাকা-টঙ্গী-ঢাকা সেকশনে দিনের আরও ১৭টি আন্তঃনগর ট্রেন ঢাকা থেকে ছাড়ার শিডিউল রয়েছে। অবরোধের কারণে এসব ট্রেন ছাড়তে বিলম্ব হতে পারে।
মন্তব্য করুন