মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

বিমানকে লাভজনক করার চেষ্টা চলছে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৯ পিএম

নিজস্ব সংবাদদাতা: শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, বাংলাদেশ বিমান একটি অথর্ব প্রতিষ্ঠান। এটি লাভজনক করতে কাজ করছে সরকার। অর্থনৈতিক কৌশল পুনঃনির্ধারণ বিষয়ক টাস্কফোর্সের সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। টাস্কফোর্সের সুপারিশ উপদেষ্টা পরিষদ অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছে বলেও জানান পরিকল্পনা উপদেষ্টা।

এদিকে সরকারি হাসপাতাল সংস্কার, সেবাদান প্রতিষ্ঠানের কার্যক্রম ডিজিটালাইজেশন, কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিয়ে শিক্ষাক্রম প্রণয়ন, আন্তজার্তিক মানের গবেষণা ইন্সটিটিউট প্রতিষ্ঠা, বাংলাদেশ বিমানে সংস্কারসহ আর্থিক খাতের অনিয়ম কমাতে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার সুপারিশ করেছে টাস্কফোর্স।

গেলো বৃহস্পতিবার অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের কাছে অর্থনৈতিক কৌশল পুনঃনির্ধারণ বিষয়ক টাস্কফোর্সের প্রতিবেদন জমা দেয়া হয়। সোমবার আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করেন কমিটির সদস্যরা। এতে শিক্ষা ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা বক্তব্য রাখেন। আর টাস্কফোর্সের সভাপতি ডক্টর কে এ এস মুর্শিদ প্রতিবেদনের মূল বিষয়বস্তু তুলে ধরেন।

এসময় শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা জানান, প্রতিবেদন নিয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা হয়েছে।

টাস্কফোর্সের বাংলাদেশ বিমানে সংস্কার সুপারিশের কথা তুলে ধরে তিনি বলেন, বিমান একটি অথর্ব প্রতিষ্ঠান। তিনি জানান, কারিগরি শিক্ষা সংস্কারে কাজ করছে সরকার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান