
		অনলাইন ডেস্ক: প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস বলেছেন, এ বছরটি দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই কাউকে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি করতে দেয়া হবে না।
সোমবার (০৩ ফেব্র“য়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নিরাপত্তা প্রধানদের সাথে এক উচ্চ পর্যায়ের বৈঠকে এ হুঁশিয়ারী দেন তিনি।
এসময় আইনের শাসন নিশ্চিতে বিশেষ নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করতে পুলিশকে নির্দেশ দেন প্রধান উপদেষ্টা।
তিনি বলেন, যেকোনো পরিস্থিতি দ্রুত মোকাবিলা করার জন্য নিরাপত্তা সংস্থাগুলোকে সর্বাধুনিক যোগাযোগ সরঞ্জামের সর্বাধিক ব্যবহার করতে হবে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘিœত করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে নিরাপত্তা প্রধানদের সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।
এছাড়া প্রতিটি নাগরিকের মানবাধিকার রক্ষা এবং সংখ্যালঘুদের ওপর যেকোনো হামলা প্রতিহত করতে নিরাপত্তা প্রধানদের বিশেষ ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা।
বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, স্বরাষ্ট্রসচিব এবং পুলিশ, বিজিবি, র্যাব, ডিএমপি, কোস্টগার্ড ও বিশেষ শাখার প্রধানরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন