
		নিজস্ব সংবাদদাতা: বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিতুমীর কলেজের আন্দোলনরত শিক্ষার্থীদের জনদুর্ভোগ সৃষ্টি না করার আহবান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। শিক্ষার্থীদের দাবিদাওয়া নিয়ে কর্তৃপক্ষের কাছে যাওয়ার পরামর্শ দেন তিনি।
সোমবার (০৩ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ২১ ফেব্র“য়ারি উদযাপন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে তারা এসব কথা বলেন। এসময় জনদুর্ভোগ বাড়ে, এমন আন্দোলন পরিহার করারও আহ্বান জানান তারা।
এসময় শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের বলেন, তিতুমীর কলেজের শিক্ষার্থীদের দুটি দাবি মেনে নেয়া হয়েছে। সেগুলো হলো- পিএইচডি করা শিক্ষক বাড়ানো এবং বরাদ্দ বাড়ানো। বিশ্ববিদ্যালয়ে রুপান্তরের দাবির সাথে সব শিক্ষার্থী সম্পৃক্ততা নেই দাবি করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় হবে কী-না, তা নির্ভর করছে গঠিত কমিটির ওপর। কারণ তাদের কলেজের মত অনেক কলেজ আছে। এককভাবে বিশ্ববিদ্যালয় করা দাবি বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিটি।
স্বরাষ্ট্র উপদেষ্টা আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, রাজপথ-রেলপথ ছেড়ে কলেজের ক্যাম্পাসে আন্দোলন করুন। সাধারণ মানুষের কষ্ট হয়, এমন কর্মসূচি দেয়া ঠিক নয়।
মন্তব্য করুন