
		নিজস্ব সংবাদদাতা: রমজানে নিত্যপণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফট্যানেন্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, রমজানকে আয়ের মাস মনে করে ব্যবসায়ীরা, যা মোটেও ঠিক নয়।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর খামারবাড়িতে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
তিনি বলেছেন, ‘চাঁদাবাজি দাম বৃদ্ধির পেছনে অন্যতম কারণ। এ বিষয়ে সরকার কঠোর অবস্থানে আছে।’
আসন্ন রমজান মাসে ব্যবসায়িদের প্রফিট মার্জিনটা (লাভের পরিমাণ) কমিয়ে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, সরকার মনে প্রাণে চায় যেন নিত্যপণের দাম কোন অবস্থাতেই না বাড়ে। ব্যবসায়িরা যদি অন্যান্য দেশের সাথে তুলনা করেন এবং আমাদের দেশে দেখেন যেমন খ্রিস্টানরা তারা তাদের ক্রিসমাসের সময় জিনিস পত্রের দাম কমিয়ে দেয়। অন্যান্য ধর্মের মানুষও দাম কমিয়ে দেয়। কিন্তু আমাদের ব্যবসায়িরা ভাবে যে এটাই বুঝি তাদের আয়ের মাস।
রমজানের সময় সবজির একটু ট্রানজিট পিরিয়ড হবে জানিয়ে তিনি বলেন, সিজিনাল সবজি যে শেষ হয়ে যাবে, খামারের সবজি আসবে। এই ট্রানজিট পিরিয়ডটার দিকেও একটু খেয়াল রাখতে হবে।
এই শীতকালীন সবজিটা প্রিজার্ভ করার জন্য নতুন একটা কোল্ড স্টোরেজ করার চিন্তাভাবনা করা হচ্ছে।
মন্তব্য করুন