
		গাজীপুর সংবাদদাতা: গাজীপুরে টঙ্গীর বিশ্ব ইজতেমার (৫৮তম) প্রথম পর্বের দ্বিতীয় ধাপে আরও দুই মুসল্লির মৃত্যু হয়েছে এ নিয়ে প্রথম পর্বে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১ জনে।
বুধবার (৫ফেব্রুয়ারি) শুরায়ী নেজামের (মাওলানা জুবায়ের অনুসারী) ইজতেমার মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাত ১টায় সিরাজগঞ্জের কামারখন্দ থানার সাহাবাজপুর গ্রামের বাসিন্দা সুজাবত আলী সরকার (৭৫) ও রাত ২টায় জয়পুরহাটের আক্কেলপুর থানার রায়কালী গ্রামের মো. সামসুল আলম (৬৩) ইজতেমা ময়দানে মারা যান।বাদ ফজর ময়দানে জানাজা অনুষ্ঠিত হয়েছে।
এ নিয়ে প্রথম পর্বের প্রথম ধাপে সাতজন ও দ্বিতীয় ধাপে চারজন মারা গেছেন। তাদের নিয়ে বিশ্ব ইজতেমার প্রথম পর্বে ১১ জন মুসল্লি মৃত্যুবরণ করলেন।
মন্তব্য করুন