
		বাগেরহাট সংবাদদাতা: বাগেরহাটে বিভিন্ন মাছের খামারে সাথী ফষল হিসেবে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে কুল বরই। অল্প খরচ আর বাড়তি আয়ের উৎস হওয়ায় জেলার অনেক চাষীই এখন এই ফল চাষে ঝুঁকেছেন। তবে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে এ বছর উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা করছেন চাষিরা। কৃষি বিভাগ বলছে, পরিচর্যার অভাব আর প্রাকৃতিক দুর্যোগের কারণে কুল উৎপাদন কমে যাচ্ছে।
উপকূলীয় জেলা বাগেরহাটে সম্প্রতি মৎস্য ঘেরের পাড়ে কুলের চাষ জনপ্রিয় হয়ে উঠেছে। বেশ কয়েক বছর ধরে বিভিন্ন জাতের কুল উৎপাদনে কৃষকরা আগ্রহী হয়ে উঠছে। এ বছর জেলায় প্রায় ৩৩৬ হেক্টর জমিতে কুলের চাষ হয়েছে।
কিন্তু চলতি বছরে জলবায়ু পরিবর্তন ও নানা দুর্যোগের কারণে কুল উৎপাদন চার ভাগের এক ভাগে নেমে এসেছে সেই সাথে দাম কমে যাওয়ায় এখন দুশ্চিন্তায় কৃষকরা। কৃষি বিভাগ থেকে কোন সহযোগিতা না পাওয়ারও অভিযোগও আছে।
প্রাকৃতিক দুর্যোগের কারণে উৎপাদন কমে গেলেও কৃষকদের সব ধরনের পরামর্শ দেয়া হচ্ছে বলে জানালেন জেলা কৃষি অধিদপ্তরের উপপরিচালক শংকর কুমার মজুমদার। ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি প্রণোদনার ব্যবস্থা করলে আগামীতে কুল চাষীরা ক্ষতি পুষিয়ে নিতে পারবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
মন্তব্য করুন