
		গাইবান্ধা সংবাদদাতা: গাইবান্ধায় ঢাকা-রংপুর মহাসড়কের চার লেন প্রকল্পের কাছে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। এতে নির্মাণাধীন সড়কে দেখা দিয়েছে ফাটল। সিডিউল অনুযায়ী মানসম্মত কাজ করার দাবি এলাকাবাসীর।
ঢাকা-রংপুর মহাসড়কের চাল লেন প্রকল্পের কাজ চলছে। গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে পলাশবাড়ী পর্যন্ত ৩০ কিলোমিটার সড়ক সম্প্রসারণ কাজের ব্যয় ধরা হয়েছে নয়শো সত্তর কোটি টাকা। তবে ঠিকাধারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিুমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে।
স্থানীয়দের দাবি, কাঁদা মাটিযুক্ত নিম্নমানের বালু দিয়ে রোড ডিভাইডারের ব্লক স্থাপন করায় মহাসড়কের বকচর, মোগলটুলিসহ বেশ কিছু অংশে দেখা দিয়েছে ফাটল। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন সড়ক ও জনপদ বিভাগের প্রকল্পের পরামর্শক প্রকৌশলী মো. হারুন উর রশিদ। টেসকই কাজের মাধ্যমে মহাসড়কের কাজ করতে প্রশাসন তদারকি করবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।
মন্তব্য করুন