
		নিজস্ব সংবাদদাতা: প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, বিচারবিভাগ ও জনপ্রশাসন সংস্কারের সাথে দেশের প্রতিটি নাগরিকের সরাসরি সম্পৃক্ততা রয়েছে।
বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে বিচারবিভাগ সংস্কার কমিশন এবং জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দিলে তিনি এ কথা বলেন।
পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে তৈরি জুলাই সনদের পরই নির্বাচনের রোডম্যাপ নির্ধারণ হবে।
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বুধবার প্রধান উপদেষ্টার কাছে বিচারবিভাগ সংস্কার কমিশনের প্রধান সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী প্রতিবেদন জমা দেয়। এসময় কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় প্রধান উপদেষ্টা বলেন, নাগরিক হিসেবে সব অধিকার থেকে বঞ্চিত এবং হেনস্থা হওয়ার অভিজ্ঞতা দেশের সবারই আছে। এই প্রতিবেদনের মাধ্যমে সত্যিকারের মুক্ত হবার প্রত্যাশা পূরণ হবে বলেও জানান তিনি।
এসময় কমিশন প্রধানরা জানান বিচারবিভাগ সংস্কার কমিশনে বিচারবিভাগকে পুরোপুরি সতন্ত্র করা স্থায়ী এটর্নী ব্যবস্থা চালু, স্বতস্ত্র তদন্ত কমিশন সহ বেশ কিছু সুপারিশ করা হয়েছে। এছাড়া দেশকে চারটি প্রদেশে ভাগ করা সিভিল সার্ভিস পূর্ণগঠনের সুপারিশসহ বেশ কিছু প্রস্তাবনা তুলে ধরা হয়েছে সংস্কার কমিশনের প্রতিবেদনে।
পরে যমুনার বাইরে সাংবাদিকদের কাছে কমিশনের প্রতিবেদন নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এসময় তিনি বলেন, ছয়টি কমিশনের প্রতিবেদন থেকেই তৈরি হবে জুলাই সনদ।
নির্বাচিত সরকারও যেন সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন করতে পারে সে উদ্যোগ নেয়া হবে বলেও জানান প্রেস সচিব।
মন্তব্য করুন