
		নিজস্ব সংবাদদাতা: চলতি মাসের মধ্যেই ছাত্র-তরুণের নতুন রাজনৈতিক দল আসছে। যে দল জুলাই অভ্যুত্থানের জনআকাঙ্খা ও নতুন রাষ্ট্রকল্পকে ধারণ করবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি এ লক্ষ্যে সপ্তাহব্যাপী নাগরিকদের মতামত গ্রহণে কর্মসূচি দিয়েছে। বুধবার রাজধানীর বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদিকদের এসব তথ্য জানান ছাত্র নেতারা।
ছাত্র-তরুণের নতুন রাজনৈতিক দল গঠনের অংশ হিসেবে সপ্তাহব্যাপী জনমত সংগ্রহের কর্মসূচি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। বুধবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সংবাদ সম্মেলনে সংগঠন দু’টির নেতারা এই কর্মসূচি জানান। নতুন এ কর্মসূচির নাম দেয়া হয়েছে ‘আপনার চোখে নতুন বাংলাদেশ’।
সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, বিদ্যমান রাজনৈতিক দল জুলাই অভ্যুত্থানের আকাঙ্খা ধারণ করতে ব্যর্থ হয়েছে। তাই অভ্যুত্থানের পক্ষ শক্তি নিয়ে নতুন একটি রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নেয়া হয়েছে। তিনি বলেন, ৫ আগষ্ট ছাত্রলীগ ও শেখ হাসিনার অধ্যায় শেষ হয়ে গেছে।
এ মাসের মধ্যেই নতুন রাজনৈতিক দল আসবে জানিয়ে নাগরিক কমিটির আহবায়ক নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, এটি শুধু দল গঠন নয়, এটি একটি আন্দোলন।
অনলাইন ও অফলাইনে নাগরিকরা নতুন দল সম্পর্কে পরামর্শ এবং প্রত্যাশা জানাতে পারবেন বলেও জানান তিনি।
মন্তব্য করুন