
		নিজস্ব সংবাদদাতা: জুলাই-আগস্ট গণহত্যা মামলায় আরও একজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
এছাড়া চট্টগ্রামের সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরীকে আগামী ১৬ ফেব্র“য়ারি ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। পৃথক আরেকটি আবেদনের প্র্রেক্ষিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও পুলিশের সাবেক মহাপরিদর্শক আব্দুল্লাহ আল মামুনের মামলার তদন্তের স্বার্থে, নথিপত্র যাচাইয়ে তল্লাশি ও জব্দের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল।
দুপুরে প্রসিকিউশনের আলাদা তিনটি আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন ট্রাইব্যুনাল।
ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম জানান, এ তিনটি আদেশের ফলে মামলার কার্যক্রমে গতি বাড়বে।
মন্তব্য করুন