
		হিলি সংবাদদাতা: দিনাজপুরের হিলিতে স্টেশন ডাঙ্গাপাড়া বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে ৫টি দোকানের মালামাল পুড়ে গিয়েছে।
বুধবার (৫ফেব্রুয়ারি ) বিকেলে হাকিমপুর উপজেলার ডাঙ্গাপাড়া বাজারে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটে কর্মীদের এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে পুড়ে গেছে হার্ডওয়ার, মুদি, ঔষধ, গ্যাসের সিলিন্ডার, পেট্রোল সহ পাঁচটি দোকানের মালামাল।
ব্যবসায়ী ও স্থানীয়ারা জানান, বেলা ৩টার দিকে হঠাৎ একটি পেট্রোলের দোকানে আগুনের ঘটনা ঘটে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতে। পরে স্থানীয়ারা আগুন নিভাতে ব্যর্থ হলে হিলি ফায়ার সার্ভিসকে খবর দিলে হিলি ও বিরামপুর থেকে দুইটি ইউনিট ঘণ্টা ব্যাপি চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে।
মন্তব্য করুন