মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

ধানমন্ডি ৩২ নম্বরে উৎসুক জনতার ভিড়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৪৩ পিএম

নিজস্ব প্রতিবেদক : ধ্বংসস্তূপে পরিণত ধানমন্ডি ৩২ নম্বর বাড়িটি দেখতে আজও ভিড় জমাচ্ছে উৎসুক জনতা। লোহা-রড কেটে নিয়ে যাচ্ছে নিম্ন আয়ের মানুষ। বিক্ষুব্ধ ছাত্র-জনতা বলছে, স্বৈরাচারের কোন চিহ্ন এদেশে রাখা হবেনা। এদিকে, বৃহস্পতিবার মধ্যরাতে ঢাকায় শেখ সেলিম ও কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনা ঘটেছে।কেউ একা, কেউ আবার পরিবার নিয়ে এসেছেন অর্ধেক ভাঙা অবস্থায় দাঁড়িয়ে থাকা বিধ্বস্ত ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটি দেখতে। কেউ ঘুরে ঘুরে ভাঙা ভবনটির বিভিন্ন স্থান দেখছেন। অনেকে আবার স্মৃতি হিসেবে তুলছেন ছবি, করছেন ভিডিও। কেউ কেই আবার সাথে করে ইট নিয়ে যাচ্ছেন স্মৃতি চিহ্ন হিসেবে। ভাঙারি দোকানি ও নিম্ন আয়ের মানুষেরা ব্যস্ত ধ্বংসস্তূপ থেকে লোহার রড কাটা আর ভবন ভাঙ্গায়। নারী-পুরুষ-কিশোর হাতুড়ি, শাবল, লোহা কাটার ব্লেড দিয়ে যে যার মতো সেগুলো কেটে নিচ্ছেন। ছাত্র-জনতার অভ্যুত্থানে পতিত স্বৈরশাসক শেখ হাসিনার ভাষণ প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে বুধবার সন্ধ্যার পর থেকে এখন অবধি চলছে এই ভবন ভাঙার কাজ। এদিকে, বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক সংসদ সদস্য শেখ সেলিমের বনানীর বাড়িতে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। এ সময় বাড়িটির একাংশে আগুনও ধরিয়ে দেয় তারা। কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়িতে ভাঙ্গচুর ও অগ্নিসংযোগ করে স্থানীয় ছাত্র জনতা। এছাড়া জেলা আওয়ামী লীগের অফিসেও ভাংচুর চালানো হয়। অন্যদিকে, খুলনার দিঘলিয়া উপজেলার নগরঘাট এলাকায় শেখ হাসিনার পৈত্রিক সম্পত্তি ভাংচুর ও লুটপাট করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বৃহস্পতিবার রাত ১০টার দিকে ‘শেখ হাসিনার গোডাউন’ নামে পরিচিত গুদামে ভাংচুর করে বিক্ষুব্ধরা। এছাড়া ছাত্র-জনতার বুলডোজার কর্মসূচী’র কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার মধ্যরাতে দিনাজপুর শহরে জেলা আওয়ামী লীগ ও সদর উপজেলা আওয়ামী লীগ কার্যালয় এবং জাতীয় সংসদের সাবেক হুইপ ইকবালুর রহিমের বাড়ীর প্রাচীর ভাংচুর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান