মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

আওয়ামী লীগ আমলের দুই সচিব এখনও স্বপদে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:০২ পিএম

ফাহিম মোনায়েম: আওয়ামী লীগ আমলের নিয়োগ দেয়া সচিব ও কর্মকর্তাদের দিয়ে এখনো চলছে পানি ও পরিবেশ, বন মন্ত্রণালয়। যাদের মদদে শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়ে উঠেছিলো সেই আমলারা পানি মন্ত্রণালয়ের সচিব ও পরিবেশ, বন মন্ত্রণালয়ের সচিব বহাল তবিয়তে থাকায় কাজের সুফল নেই অর্ন্তবর্তী সরকারের সময়েও। বরং এদের কারণে নানাভাবে প্রশ্নবিদ্ধ হচ্ছে এই মন্ত্রণালয় ও অধিদপ্তরের কার্যক্রম। বিগত সরকারের আমলে কি পরিমাণ দুর্নীতি হয়েছে এই দুই মন্ত্রণালয়ের তার তদন্তও করাতে পারেনি বলে জানান উপদেষ্টা। বিশেষজ্ঞরা বলছেন, পরিবেশ ধ্বংসকারী ও নদী দখলদারদের সহযোগিতাকারীরা পদে বহাল থাকলে কোন কার্যক্রমে সফলতা আসবেনা। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হলেও এখনো দলটির সমর্থিত আমলাদের নিয়ন্ত্রণে অধিকাংশ মন্ত্রণালয়। বেশিরভাগই সচিব অর্ন্তবর্তী সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্বে রয়েছেন। ফলে কাঙ্খিত গতি ফেরেনি মন্ত্রণালয় ও অধিদপ্তর গুলোতে। প্রশ্নবিদ্ধ হচ্ছে অর্ন্তবর্তী সরকারের কার্যক্রম নিয়েও। যেসব মন্ত্রণালয়গুলোর সচিব পদে পরিবর্তন হয়নি তার মধ্যে পানি সম্পদ মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়ের সচিব পদে ২০২২ সালে যুক্ত হন নাজমুল আহসান। সরকার পরিবর্তন হলেও তার পদ ও ক্ষমতার কোন বদল হয়নি। বরং নতুন করে অর্ন্তবর্তী সরকারের তাল মিলিয়ে এখন চলার চেষ্টায় ব্যস্ত। আরেকটি গুরুত্বপূর্ণ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এখানে ২০২২ সালে সচিব হিসেবে যোগদেন ড. ফারহিনা আহমেদ। পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক পদে ২০২২ সালে যোগদান করেন ড. আব্দুল হামিদ। এখান থেকেই তিনি চলতি বছরের গত জানুয়ারি মাসে অবসরে যান। আওয়ামী লীগ সরকারের সময়ে নানা অভিযোগ ওঠে বন বিভাগের প্রধান বন রক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী বিরুদ্ধে। ২০২০ সালে বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। বর্তমানেও তিনি স্বপদেই বহাল রয়েছেন। অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান এই মন্ত্রণালয় দুটির দায়িত্বে রয়েছেন। দুর্নীতি, অনিয়মে জড়িতদের চিহ্নিত করার নেই কোন উদ্যোগ। শব্দ দুষণ, পরিবেশ দূষণ, পলিথিন বন্ধ, নদী-খাল দখল উদ্ধারে বিগত সরকারের সময়ের মতোই ঘটা করে উচ্ছেদ অভিযান চালালেও তার সুফল ঘরে তুলতে পারছেনা এখনো। বরং খালের উপর লাল গালিচা দিয়ে কাছাকাছি যাওয়ার চেষ্টায় ব্যস্ত। বিগত সরকারের আমলে উচ্চ পদে নিয়োগ পাওয়া কর্মকর্তারা এখনো কিভাবে বহাল থাকে... তা নিয়ে আক্ষেপ জানান বাংলাদেশ ইনস্টটিউট অব প্লানার্স বিআইপির সভাপতি। ফ্যাসিস্ট সরকারের আমলাতন্ত্রের বেড়াজাল থেকে বেরিয়ে আসতে না পারলে জুলাই গণঅভ্যুত্থান বিপ্লবের সফলতা নিয়েও শঙ্কার কথা জানান বিশেষজ্ঞরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান