মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

বইমেলায় মুকুলের নীল কুয়াশায়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:১৪ পিএম

অনলাইন ডেস্ক: অমর একুশে বইমেলায় আসছে কথাসাহিত্যিক ও সাংবাদিক রকিবুল ইসলাম মুকুল এর নতুন সায়েন্স ফ্যান্টাসি ‘নীল কুয়াশায়’। বইটির প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। প্রকাশক অনিন্দ্য প্রকাশ। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধিতে বিভিন্ন প্রাণীর অস্বাভাবিক আকার ধারণ এবং মানুষের লড়াইকে কেন্দ্র করে সায়েন্স ফ্যান্টাসিটির ঘটনাপ্রবাহ এগিয়ে গেছে। প্রচলিত সায়েন্স ফিকশন না হয়ে ফ্যান্টাসি হওয়ায় পাঠকরা শুরু থেকে শেষ অবধি নিজের অজান্তেই ঢুকে পড়বে একটি কল্পনার জগতে। নিজের চারপাশে আবিস্কার করবে পরাবাস্তবতা। ফ্যান্টাসি হলেও নীল কুয়াশায় বইটিতে রয়েছে কল্পবিজ্ঞানের ছোঁয়া এবং বিজ্ঞানের আঙ্গিকও। এতে রয়েছে আবেগ, প্রেম এবং ভাবনার আলাদা জগতও। সায়েন্স ফ্যান্টাসি ‘‘নীল কুয়াশায়’’ এর ফ্ল্যাপ থেকে কিছুটা-কোন এক তীব্র শব্দ ঝড় যেনো পাল্টে দিতে চাইছে সমস্ত দৃশ্যপট। জানালার বাইরে আলোর একটা চিকন সুতোর মতো রেখা তীব্র হতে হতে ভীষণ নাড়িয়ে দিচ্ছে দু’চোখের পাতা। অভ্যেস মতোন সন্ধানী আঙুল খুঁজে পেলো সব যাতনা থামাবার অপেক্ষমান বোতাম। বাঁ হাতের কব্জি উল্টে চোখ ঢাকলাম। আসলেই কী ঘুম ভেঙেছে নাকি স্বপ্ন দেখছি। ডান হাতের আঙুল দিয়ে বাম হাতে চিমটি কেটে দেখলাম। না, জেগেই তো আছি। তাহলে এমন ঘোর ঘোর কেন। ঘরটাও কেমন অচেনা লাগছে। এখানেই কী ঘুমিয়েছিলাম? স্বল্প চেনা জানালার ওপাশের নিম গাছটা নড়েচড়ে উঠল চাঁদের আলোয়। সেই নীল আলোর তীব্র রেখাটা আড়াআড়ি ভাবে ছুটে আসছে সাগরের দিক থেকে। খুবই সুক্ষ্ম। অনেকটা ছেলেপেলেদের হাতে অন্ধকারে খেলনা লেজার লাইটের আলোর মতো। আলোটা স্থির হয়ে আছে জানালার ঠিক উপরের দিকটায়।এ সপ্তাহের যে কোন দিন থেকে বইটি পাওয়া যাবে অনিন্দ্য প্রকাশ এর ৭২৫-৭২৮ নম্বর স্টলে। অনিন্দ্য প্রকাশ এর প্রকাশক আফজাল হোসেন জানান, লেখক রকিবুল ইসলাম মুকুল দীর্ঘদিন ধরে লিখছেন। মানুষের জীবনবোধ ও প্রত্যেকের আলাদা আলাদা ভাবনার জগত তার লেখার আলাদা বৈশিষ্ট। এর আগে তার উপন্যাস এবং সায়েন্স ফ্যান্টাসিগুলো পাঠকরা গ্রহণ করেছে এবং প্রশংসা কুড়িয়েছে। নীল কুয়াশায় সায়েন্স ফ্যান্টাসিটিও আশা করি পাঠকদের ভাল লাগবে। উপন্যাস ‘শিশমহল’ ‘অন্ধকারে একা’ ‘পথ হারিয়ে পথে’, ‘অমাবস্যায় কালো চাঁদ’ ‘ দোলনচাঁপার ঘ্রাণ’ ‘প্রজাপতি মন’, ‘ এখন অনেক রাত’ ‘ নদীর নাম ময়ূরাক্ষী’ সায়েন্স ফ্যান্টাসি ‘বোবা’ ‘ ব্ল্যাক নাইট’, ‘মাইক্রোপিপ’ ‘ সেন্টমার্টিনে টিনা’ ‘ স্কুল ট্রিপে নাসা অভিযান’ ‘ মৃত্যুপুরী টাইটান’ গল্পের বই ‘পরী’ এবং কবিতার বই ‘আমাকে পোড়ানোর উৎসব হোক মহামান্য রাষ্ট্রপতি’- লেখকের সৃষ্টিকর্মগুলোর মধ্যে উল্লেখযোগ্য।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান