
		কুয়াকাটা সংবাদদাতা: অব্যবস্থাপনা আর নোংরা পরিবেশের কারণে ক্ষুব্ধ সাগরকন্যা কুয়াকাটায় ঘুরতে আসা পর্যটকরা। সৈকতের জিরো পয়েন্টে ছড়িয়ে ছিটিয়ে থাকে ময়লা আবর্জনা।
কুয়াকাটায় বেড়াতে আসা পর্যটকদের প্রথম পছন্দ সৈকতের জিরো পয়েন্ট। এরপর লেবুর বন, গঙ্গামতি, কাউয়ারচর, বৌদ্ধ বিহারসহ বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরেফিরে আবার চলে আসেন এই জিরো পয়েন্টে।
কিন্তু সৈকতের এই বেলাভূমিতে জোয়ারের পানি থাকায় পড়ন্ত বিকেল ছাড়া পর্যটকরা উপভোগ করতে পারছেনা সৈকতের সৌন্দর্য। অব্যবস্থাপনার কারনে অপরিচ্ছন্ন সৈকতে উপযুক্ত কোনো পরিবেশ না থাকায় আগ্রহ হারাচ্ছেন পর্যটকরা।
এছাড়া সৈকতের বেলাভূমির বেশির ভাগ জায়গা দখল করে আছে ভ্রাম্যমাণ ব্যবসা প্রতিষ্ঠান। তাই সারাদিন তেমন কোন পর্যটকদের দেখা মিলে না।
পর্যটকদের সুবিধার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন কুয়াকাটা পৌরসভা ও সহকারী কমিশনার কৌশিক আহমেদ ।
উপযুক্ত পরিবেশ তৈরি করতে না পারলে কুয়াকাটা সৈকতে আগ্রহ হারাবে পর্যটকরা, এমনটাই মনে করছেন স্থানীয়রা।
মন্তব্য করুন