
		গাজীপুর সংবাদদাতা: গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছেন জিএমপি কমিশনার মোহাম্মদ নাজমুল করিম খান। এ ঘটনায় গাজীপুরের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলামকে বরখাস্ত করা হয়েছে। এদিকে, প্রশাসনের আশ্বাসে আন্দোলন স্থগিত করেছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা।
বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলার প্রতিবাদ এবং হামলাকারীদের বিচার দাবিতে গাজীপুর শহরের রাজবাড়ী মাঠে বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। শনিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচিতে হামলায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার ও বিচারের দাবি জানান কেন্দ্রীয় সমন্বয়করা।
এসময় সারজিস আলম বলেন, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এই সন্ত্রাসীরা সোশ্যাল মিডিয়ায় হুমকি দিচ্ছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাও পতিত স্বৈরাচারের দোসরদের কঠোর হুশিয়ারি দেন।
এদিকে, ছাত্রজনতার ওপর হামলার ঘটনায় এ পর্যন্ত ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জড়িত বাকিদের ধরতে অভিযান চলছে। দায়িত্বে অবহেলার অভিযোগে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহার করেছে জিএমপি।
পরে আন্দোলনকারীদের দাবি মেনে নেওয়ার আশ্বস দেন তিনি। এতে অবরোধ স্থগিত করে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা।
মন্তব্য করুন