
		ফরিদপুর সংবাদদাতা : ফরিদপুরে পদ্মানদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে প্রভাবশালী মহল। দিনে ড্রেজারগুলো নদীর প্রান্তে ভেড়ানো থাকলেও রাত হলেই শুরু হয় বালু উত্তোলন। এতে ভাঙনের কবলে বাধঁ ও নদী তীরবর্তী বিস্তীর্ণ এলাকা। তবে অবৈধ বালু উত্তোলন বন্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন।
ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের চিত্র এটি। রাতের আঁধারে প্রায় দেড় কিলোমিটার জুড়ে বিভিন্ন পয়েন্টে অবৈধভাবে বালু উত্তোলন করছে একাধিক চক্র। দিনের বেলায় উত্তোলন বন্ধ থাকলেও রাত গভীর হলেই শুরু হয় বালু উত্তোলন।
দিনের বেলায় বেকু ও ট্রাকগুলো রাখা হয় নদীর অদূরে, আর শ্রমিকরা থাকেন আড়ালে। ধলার মোড়সহ বিভিন্ন স্থানে বালু উত্তোলনের ফলে অনেক জায়গায় নদীতে ভাঙন দেখা দিয়েছে। এতে হুমকির মুখে রয়েছে শহর রক্ষা বাঁধ ও নদী তীরবর্তী বসতবাড়িগুলো। ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের ।
অবৈধ বালু উত্তোলনের ফলে বর্ষা মৌসুমে বাঁধ ধ্বসে যাওয়ার আশঙ্কা করছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিব হোসেন।
অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে কঠোর ব্যাবস্থা নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক আব্দুল জলিল ও পুলিশ সুপার কামরুল হাসান মোল্লা।
মন্তব্য করুন