
		জামালপুর সংবাদদাতা: নির্মাণ কাজ শুরুর দুই বছর কেটে গেলেও জামালপুরে ব্রহ্মপুত্র নদের ওপর নির্মাণাধীন নান্দিনা সেতুর কাজ অর্ধেকও শেষ হয়নি। স্থানীয়রা জানিয়েছে,মেয়াদ শেষ হতে এক বছর বাকি থাকলেও কাজ হয়েছে মাত্র ৪০ শতাংশ।ভূমি অধিগ্রহণে জটিলতা ও ঠিকাদারের গাফিলতির কারণে কাজের অগ্রগতি নেই বলে অভিযোগ তাদের।
জামালপুর শহরে যাতায়াতের জন্য জেলার পূর্বাঞ্চল ও জামালপুর-শেরপুরের বিস্তীর্ণ চরাঞ্চলের মানুষেরব্রহ্মপুত্র নদ পার হতে হয়। সেতু না থাকায় পারাপারে ভোগান্তি পোহাতে হয় স্থানীয়দের।এই ভোগান্তি কমাতে ২০২২ সালে নান্দিনা ফেরিঘাট এলাকায় সেতু নির্মাণের উদ্যোগ নেয় তৎকালীন সরকার। কিন্ত নির্মাণ সময়ের দুই-তৃতীয়াংশ মেয়াদ পেরিয়ে গেলেও সেতুর আশানুরূপ কাজ হয়নি।
স্থানীয়রা জানিয়েছে, ২০২৫ সালের অক্টোবরে শেষ হওয়ার কথা থাকলেও এ পর্যন্ত সেতুর নির্মাণ কাজ হয়েছে আনুমানিক ৪০ ভাগ। এমনকি এখনও কোথাও কোথাও ভূমি অধিগ্রহনের কাজও বাকি। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানের পর ঠিকাদার পলাতক থাকায় কাজ এখন সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।
জামালপুরের স্থানীয় সরকার বিভাগ জানিয়েছে, সকল সীমাবদ্ধতা কাটিয়ে আবারওসেতুটির নির্মাণ কাজ শুরু করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা।
নির্ধারিত সময়ের মধ্যে সেতুটি ব্যবহারের উপযোগী হবে -এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের।
মন্তব্য করুন