
		লক্ষ্মীপুর সংবাদদাতা: লক্ষ্মীপুরে বাড়ছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। প্রতিদিনই জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে শিশু ও বয়স্ক রোগী। শয্যা সংকটে মেঝেতে দেয়া হচ্ছে চিকিৎসা। বাড়তি রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে, ঠান্ডাজনিত সম্যস্যা থেকে রক্ষা পেতে নিয়ম মেনে চলার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
মাঘের শেষ সময়ে দেশের বিভিন্ন অঞ্চলের মত লক্ষ্মীপুরে এখনও ঠান্ডা অনুভূত হচ্ছে। শীতে কষ্ট পাচ্ছে নিু আয়ের মানুষ। হাসপাতালে প্রতিদিনই ভর্তি হচ্ছে ঠান্ডায় আক্রান্ত রোগী। লক্ষীপুর সদর হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যাই বেশি।
সরেজমিনে দেখা যায়, ১০০ শয্যার হাসপাতালটির ওয়ার্ডগুলোতে গড়ে ভর্তি রয়েছে ৭০ থেকে ৮০ জন রোগী। অনেকে শয্যা না পেয়ে চিকিৎসা নিচ্ছেন মেঝেতে ও বারান্দায়। বাড়তি রোগী সামাল দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। এই সুযোগে হাসাপাতালের একটি চক্র অর্থের বিনিময়ে শয্যার ব্যবস্থা করে দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
নার্সরা জানালেন, শয্যার তুলনায় রোগী কয়েকগুণ বেশি থাকায় কাঙিক্ষত সেবা দেয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। জনবল সংকট থাকায় পরিস্থিতি সামাল দিতে কষ্ট হচ্ছে তাদের।
আতঙ্কিত না হয়ে রোগী ও স্বজনদের স্বাস্থ্য সংক্রান্ত নিয়ম মেনে চলার পরামর্শ চিকিৎসকদের।
মন্তব্য করুন