
		ঝালকাঠি সংবাদদাতা: ঝালকাঠিতে গড়ে ওঠা কবি জীবনানন্দ দাশ সংগ্রহ শালা ও পাঠাগারটির এখন শুধু উদ্বোধনের পালা। তবে জনবল সংকট ও আমলাতান্ত্রিক জটিলতায় আটকে আছে কার্যক্রম। নির্মাণকারী প্রতিষ্ঠান পানি উন্নয়ন বোর্ড বলছে, এটি পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবল নেই। তাই বন্ধ আছে দৃষ্টিনন্দন এই সংগ্রহশালার আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর প্রক্রিয়া।
ঝালকাঠির ধানসিড়ি নদীর তীরে নির্মিত হয়েছে “কবি জীবনানন্দ দাশ সংগ্রহ শালা ও পাঠাগার”। ৩ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে শূন্য দশমিক চার পাঁচ একর জমিতে এই সংগ্রহ শালা নির্মিত হয়। যা হস্তান্তর করা হয় ২০২৪ সালের জুন মাসে। তবে হস্তান্তর হলেও এর কার্যক্রম এখনো শুর করা হয়নি।
দৃষ্টিনন্দন পার্কের আদলে গড়ে ওঠা মূল সংগ্রহশালা ভবনটি সবসময় তালাবদ্ধ থাকে। তারপরেও এখানে দর্শনার্থী ও পর্যটকদের ভীড় লেগেই থাকে। নদীর কোল ঘেষে গড়ে ওঠা নয়রাভিরাম পরিবেশে এসে সকলেই মুগ্ধ, কিন্তু সংগ্রহশালায় কোন কিছু দেখতে না পারায় হতাশ তারা। স্থাপনাটিকে আরো আকর্ষণীয় করতে সংগ্রহশালা ও পাঠাগারটির কার্যক্রম শুরু করার দাবি তাদের।
প্রতিষ্ঠানটির কার্যক্রম অবিলম্বে চালুকরা সহ ধানসিড়ি নদী পুন:খনন করার দাবি জানিয়েছেন গবেষণা কেন্দ্রের প্রতিষ্ঠাতা একেএম রেজাউল করিম
জনবল সংকটের কারণে সংগ্রহশালাটি জেলা প্রশাসনের কাছে হস্তান্তরের র্কাযক্রম চলছে বলে জানিয়েছেন নির্বাহী প্রকৌশলী এ.কে.এম নিলয় পাশা
মন্তব্য করুন