
		অনলঅইন ডেস্ক : মাঘের শেষ দিকে শীতের তীব্রতা কিছুটা বেড়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে কুয়াশার চাদরে মোড়ানো ছিল রাজধানী ঢাকা। বৃষ্টির মতো ঝরেছে কুয়াশা। আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সর্ব শেষ পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে শেষরাত থেকে ভোর পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সেইসঙ্গে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।এ ছাড়া আগামী পাঁচদিন দিনের প্রথমার্ধ ও রাতের তাপমাত্রা কমতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।
মন্তব্য করুন