মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

সংস্কার প্রক্রিয়ায় পাশে থাকবে বিশ্ব ব্যাংক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৪৭ পিএম

নিজস্ব সংবাদদাতা: অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রক্রিয়ায় পাশে থাকার আশ্বাস দিয়েছে বিশ্ব ব্যাংক। মঙ্গলবার যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতে বাংলাদেশে অর্থায়ন ও সংষ্কারে সহায়তার আশ্বাস পুণর্ব্যক্ত করেন বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার। বাংলাদেশের সংষ্কারে সহায়তার প্রতিশ্র“তি দিয়েছে আয়অরল্যান্ডও। এদিকে, সংস্কার ও বড় প্রকল্পে মার্কিন সহায়তা অব্যাহত রাখার আহবান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সৌজন্য সাক্ষাতে এ আহ্বান জানান তিনি।

বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ এবং ভবিষ্যৎ সরকার ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির জন্য সংস্কার খুবই গুরুত্বপূর্ণ। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে এক সাক্ষাতে এ অভিমত ব্যক্ত করেন বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার। এসময় অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডার প্রতি বিশ্ব ব্যাংকের সমর্থন পুনর্ব্যক্ত করেন তিনি। রাজস্ব ব্যবস্থায় স্বচ্ছতা ও শাসন ব্যবস্থার উন্নতির জন্য কর প্রশাসন ও কর নীতিকে পৃথক করার আহ্বানও জানান রাইজার।

বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলো সংস্কারের বিষয়ে ঐকমত্যে পৌঁছে গেলে, জুলাই সনদ স্বাক্ষরিত হবে। যা অন্তর্বর্তী সরকার এবং পরে রাজনৈতিক সরকার দ্বারা বাস্তবায়িত হবে।

আলাদা এক সাক্ষাতে সংস্কার ও বড় প্রকল্পে মার্কিন সহায়তা অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। যমুনায় বাংলাদেশে যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকবসন তার সাথে সাক্ষাৎ করতে গেলে এ আহ্বান জানান তিনি। এসময় পারস্পরিক স্বার্থ এবং বিশ্বব্যাপী ইউএসএআইডির কাজ স্থগিত করার মার্কিন সিদ্ধান্তের ফল নিয়ে আলোচনা করেন তারা।

এদিকে, গণতান্ত্রিক উত্তরণে বাংলাদেশকে সমর্থন করতে আগ্রহ প্রকাশ করেছে আয়ারল্যান্ড। প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাতে এ আগ্রহের কথা জানান বাংলাদেশে আয়ারল্যান্ডের রাষ্ট্রদূত কেভিন কেলি। রোহিঙ্গাদের জন্য সহায়তা অব্যাহত রাখার পাশাপাশি ঢাকার সাথে বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর আশ্বাসও দিয়েছেন কেলি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান