
		অনলাইন ডেস্ক: রাজধানীর মহাখালীতে মো. মেহেদি হাসান মারুফ নামে এক কিশোর হারিয়ে গেছে। তার বয়স ১৬ বছর। গত ২০ জানুয়ারি সোমবার সন্ধ্যা ৭টায় রাজধানীর কড়াইল বস্তির বেলতলার বাসা থেকে বের হয়ে যায় সে।
পরিবার জানায়, রংপুরের পীরগাছা উপজেলার হাজির বাজার গ্রামে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়। এরপর থেকে তার খোঁজ মিলছে না। মারুফ বানানী এলাকায় অটোরিকশা চালাতো।
বাড়ী থেকে বের হওয়ার সময় তার পরনে কালো জিন্সের প্যান্ট, লাল শার্ট ও কালো জ্যাকেট ছিল। তার উচ্চতা ৫ ফুট, গায়ের রং শ্যামলা, মুখমন্ডল হালকা লম্বা, গালে তিল আছে, মাথার চুল মাঝামাঝি।
এ বিষয়ে বনানী থানায় পরিবারের করা জিডি নং ২০৩২, তারিখ ২০/০১/২০২৫। কেউ মারুফের সন্ধান পেলে ০১৭৭০১৬৭৯৩১ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন তার মা মাহমুদা।
মন্তব্য করুন