
		মেহেরপুর সংবাদদাতা : নতুন বছরে নতুন পাঠ্যবই না পেয়ে বইয়ের ফটোকপি দিয়ে চলছে শিক্ষার্থীদের পড়াশোনা। এ চিত্র মেহেরপুর জেলার অধিকাংশ বিদ্যালয়ে। মেহেরপুরে ১৪ লাখের মধ্যে এখনও ১০ লাখ বই পৌঁছেনি শিক্ষার্থীদের হাতে। ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। শিক্ষকদের যেমন শ্রেণীকক্ষে পড়াতে বেগ পেতে হচ্ছে, তেমনি আগ্রহ হারাচ্ছে শিক্ষার্থীরা।
নতুন বছরের প্রথম মাস পেরোলেও মেহেরপুরে নবম-দশম শ্রেণীর বিষয়ভিত্তিক বইগুলো পায়নি শিক্ষার্থীরা। ২/৩টি বই পেলেও সপ্তম-অষ্টম শ্রেণীর বাকি বই পায়নি শিক্ষার্থীরা। এখন পর্যন্ত একটিও বই পায়নি পঞ্চম ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা। নতুন বই না পেয়ে বিকল্প হিসেবে ফটোকপি দিয়ে শ্রেণী কার্যক্রম পরিচালনা করছেন শিক্ষকরা। এতে অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে শিক্ষক- অভিভাবককে।
বই না থাকায় শ্রেণীকক্ষে পাঠদানে বেগ পেতে হচ্ছে বলে জানান শিক্ষকরা। শ্রেণীকক্ষে মনোযোগ হারিয়ে খেলাধুলা, ছবি আঁকায় সময় পার করছে অধিকাংশ শিক্ষার্থী।
এখনও বই হাতে না পেয়ে সময় মতো সিলেবাস শেষ ও পরীক্ষায় ভালো ফলাফল নিয়ে শংকায় শিক্ষার্থীরা।
এদিকে, বিষয়টি যথাযথ কর্তৃপক্ষকে জানানো হয়েছে বললেন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুজ্জামান ।
চলতি বছর মেহেরপুর জেলায় মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়গুলোতে বইয়ের চাহিদা ছিলো ১৪ লক্ষ ৮৪ হাজার ৯৬০ টি আর পাওয়া গেছে ৪ লক্ষ ২৪ হাজার ৯০১টি বই।
মন্তব্য করুন