মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

তুরাগ তীরে চলছে সাদপন্থীদের ইজতেমা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:০৩ এএম

অনলাইন ডেস্ক : টঙ্গীর তুরাগ নদের তীরে শুরু হয়েছে মাওলানা সাদের অনুসারীদের বিশ্ব ইজতেমা।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ফজরের নামাজের পর আমবয়ানের মধ্যদিয়ে শুরু হয়েছে ইজতেমার কার্যক্রম। লাখো মানুষ একসঙ্গে ইজতেমার ময়দানে জুমার নামাজ আদায় করবেন। আগামী ১৬ ফেব্র“য়ারি রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।

সাদ অনুসারীদের গণমাধ্যম সমন্বয়ক মো. সায়েম জানান, বিশ্ব ইজতেমার ইতিহাসে এবারই প্রথম শবে বরাত মিলেছে। লাখো মানুষ একসাথে নামাজ আদায় করবেন ও রোজা রাখবেন। এটি অনেক বড় পাওয়া।

এর আগে গত বুধবার (৫ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হয় প্রথম পর্বের দ্বিতীয় ধাপের বিশ্ব ইজতেমা। এরপর ইজতেমার মাঠ প্রশাসনের নিকট হস্তান্তর করে মাওলানা জোবায়েরপন্থিরা।

এদিকে, ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ ও প্রশাসন।

এর আগে ৩১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি দুই ধাপে ইজতেমা পালন করেন শুরায়ে নেজাম বা মাওলানা জোবায়েরের অনুসারীরা।

প্রসঙ্গত, ষাটের দশক থেকে প্রতিবছর টঙ্গীর তুরাগ তীরে দেশ-বিদেশের লাখ লাখ মুসল্লি জড়ো হন বিশ্ব ইজতেমায়। লাখ লাখ মুসল্লির বড় এই জমায়েত ২০১০ সাল পর্যন্ত এক পর্বে অনুষ্ঠিত হলেও অতিরিক্ত লোক সমাগমের কারণে পরের বছর (২০১১) থেকে দুই পর্বে আয়োজিত হয়ে আসছে। এতে ইজতেমা আরও বেশিসংখ্যক মুসল্লিদের অংশগ্রহণের সুযোগ তৈরি করে দিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান