
		অনলাইন ডেস্ক : কবি ভাষায়- ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। আজ ১লা ফাল্গুন মানে আজ থেকে শুরু ঋতু বসন্ত। আর বসন্ত মানেই পূর্ণতা, বসন্ত মানেই নতুন প্রাণের কলরব।
শীতের রুক্ষ্মতা কাটিয়ে প্রকৃতিতে এসেছে নতুন কুঁড়ি। ঝরা পাতার দিন শেষে নবরূপে সজ্জিত প্রকৃতিকে বরণ করে নিচ্ছে বাঙালি। কোকিলের কুহুতান, আমের মুকুলের সুঘ্রাণ, শিমুল, পলাশ আর অশোকের সৌন্দর্য্যে নেচে উঠেছে চারপাশ। প্রকৃতি জানান দিচ্ছে ঋতুরাজ বসন্ত যে এসেছে।
উৎসব প্রিয় বাঙ্গালীর জীবনে ফাল্গুন চিরকালীন এক অনুভূতির প্রকাশ। চতুরঙ্গির সুরচ্ছটায় চির যৌবনের প্রতিক ঋতুরাজকে তাই বরণ করে নিচ্ছে নগরবাসী। আর বসন্ত বরণের এই আয়োজনকে আরো রাঙিয়েছে ভালোবাসা দিবসের লালের ছটা। দেশজুড়ে উদযাপন হচ্ছে বসন্ত বরণ উৎসব।
এদিন, বাঙালি ললনারা বাসন্তী রঙের শাড়ি পরে, খোঁপায় গাঁদা, পলাশসহ নানা রঙের ফুল গুঁজে বেরিয়ে পড়বেন শাহবাগ, চারুকলা চত্বর, টিএসসি, পাবলিক লাইব্রেরি, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বাঙালির সাংস্কৃতিক উৎসব অমর একুশে বইমেলা পর্যন্ত।
আর ছেলেরা লাল-হলুদ, বাসন্তী রঙা পাঞ্জাবি আর ফতুয়ায় নতুন করে নিজেদের সাজিয়ে নেমে আসবে পথে। প্রেমের ঋতু বসন্তে প্রেমিক মন আনমনে গেয়ে উঠবে- শোন গো দখিনা হাওয়া/প্রেম করেছি আমি...।
মন্তব্য করুন