
		নিজস্ব প্রতিবেদক: ভোজ্যতেলের বাজারে সংকট প্রকট হয়েছে। সয়াবিন তেলের সরবরাহ নেই বাজারে। ভোক্তারা বাধ্য হচ্ছেন সয়াবিনের বিকল্প তেল খুঁজতে। এতে ক্রেতাদের জীবনধারণের ব্যয় বেড়ে যাচ্ছে। ডিলাররা বলছেন কেউ কেউ দাম বাড়াতে চায় বলে কৃত্রিম সংকট তৈরি করেছে।
এক মাস ধরে বাজারে সয়াবিন তেলের পর্যাপ্ত সরবরাহ নেই। শনিবার রাজধানীর বাজার ঘুরে দেখা যায় ভোজ্যতেলের বাজারে সরবরাহ সংকট তীব্র হয়েছে। বিক্রেতারা বলছেন, চাহিদা অনুযায়ী সরবরাহ পাচ্ছেন না তারা। বাজারে সয়াবিন তেল না পেয়ে এর বিকল্প খুঁজছেন ভোক্তারা। বিক্রেতারা জানান, এসব তেলের দাম বেশি।
ডিলাররা বলছেন সব প্রতিষ্ঠান সয়াবিন তেল সরবরাহ না করায় এই সংকট তৈরি হয়েছে। কয়েকটি ডিলারের দোকান বন্ধও দেখা যায় কারওয়ান বাজারে। ভোক্তারা বলছেন সিন্ডিকেট ভাঙ্গতে না পারলে সাধারণ মানুষের ভোগান্তি বাড়বে।
মন্তব্য করুন