
		নরসিংদী সংবাদদাতা: নরসিংদীতে মেঘনা পাড়ে শুরু হয়ছে পাঁচশ’ বছরের ঐতিহ্যবাহী বাউল মেলা। এতে সমবেত হয়েছে দেশ-বিদেশের শতাধিক বাউল। মেলা উপলক্ষ্যে বিভিন্ন পণ্যের পসরা নিয়ে বসেছে স্টল।
নরসিংদীর কাউরিয়াপাড়া মেঘনা তীরে বাউলের আখড়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী মেলা।
৫০০ বছর ধরে চলে আসা এ মেলায় সমবেত হয়েছেন দেশ-বিদেশের শতাধিক বাউল। প্রতিবছর মাঘী পূর্ণিমা শেষে আয়োজন করা হয় এই ঐতিহ্যবাহী মেলা।
আত্মশুদ্ধি ও আত্মমুক্তির জন্য মেলায় আসা বাউলরা তুলে ধরেন মানবপ্রেমের গান। পূণ্যস্নান, মহাযজ্ঞ ও পূজা অর্চনায় যোগ দেন বাউল ও পূণ্যার্থীরা।
বাউলদের পাশাপাশি মেলায় ঘুরতে আসছেন দর্শনার্থীরা। বিভিন্ন স্টলে মিলছে মুখোরোচক নানা পদের খাবার, খেলনাসহ মাটি ও বাঁশের তৈরি জিনিস।
বৃহস্পতিবার শুরু হওয়া এই বাউল মেলা চলবে আগামী ২০ ফেব্র“য়ারি পর্যন্ত।
মন্তব্য করুন