মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

আজ আখেরী মোনাজাত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৩৫ এএম

অনালাইন ডেস্ক : আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার তৃতীয় ও শেষ পর্ব। রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টার মধ্যে শুরু হবে ইজতেমার আখেরি মোনাজাত। ইতিমধ্যে এতে অংশ নিতে টঙ্গীর তুরাগ তীরে মুসল্লিদের ঢল নেমেছে।

বিশ্ব ইজতেমার এই পর্বে অংশ নিয়েছেন মাওলানা সাদ অনুসারীরা। এ ধাপে আখেরি মোনাজাত পরিচালনা করবেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ কান্ধলভী। এর আগে তিনি হেদায়েতি বয়ানও করবেন।

সাদ অনুসারী তাবলীগ জামায়াতের বিশ্ব ইজতেমার সমন্বয়ক জানান, রোববার সকাল সাড়ে ৯টায় মাওলানা ইউসুফ বিন সাদ সাহেব হেদায়েতের বয়ান শুরু করেন। যার বাংলা তরজমা করছেন মাওলানা মুনির বিন ইউসুফ। হেদায়েতের বয়ান শেষ হলেই শুরু হবে আখেরি মোনাজাত।

এদিকে, দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতের দিন টঙ্গী এলাকায় ঢাকা ও ময়মনসিংহ মহাসড়ক যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে। এছাড়া নিরাপত্তা নিশ্চিতে ইজতেমা মাঠে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য।

প্রসঙ্গত, এর আগে গত ৩১ জানুয়ারি থেকে একই ময়দানে মাওলানা জোবায়ের পন্থিদের প্রথম পর্বের দুই দফার বিশ্ব ইজতেমা গত ৫ ফেব্রুয়ারি শেষ হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট  খুনি শেখ হাসিনার বিচার হবে 
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
৪৮ হাজার পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান
বাতিল হলো ইভিএমে ভোট দেওয়ার বিধান